আসসালামু আলাইকুম।

আমার শাশুড়ি মার জন্য বাতের একজন ভালোমানে দক্ষ ডাক্তার দেখাতে চাই। বর্তমানে উনি বাতের ব্যাথা ও হাত পা ফুলে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। কিছু ঔষধ খাওয়াচ্ছি হালকা নিয়ন্ত্রনে আছে।

বিআরবি (BRB) তে ডা. হাবিব ইমতিয়াজ আহমদ স্যার কে দেখানো হয়েছিল,  উনি ১ (এক) মাসের ঔষধ দেন। ১ সাপ্তাহের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে গেলো, ডাক্তার এর সাথে যোগাযোগ করলে উনি বলেন, ধৈর্য্য ধরেন বাবা ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হয় না, ২ (দুই) সাপ্তাহের মধ্যে আবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। খাইতে পারে না, বমি হয়, শরীল খুব দুর্বল ইত্যাদি সমস্যা। ডাক্তাকে জানানো হলে তিনি বলেন আবার চেম্বার এ আসার জন্য। আবার আসি, আবার টেস্ট দেয়, টেস্ট রিপোর্ট দেখে বলেন ওনার হার্ড সমস্যা হার্ডের ডাক্তার দেখান। বিআরবি (BRB) তে হার্ডের ডাক্তার দেখালাম, ডাক্তার বল্লেন, উনার হার্ডে  কোন সমস্যা নেই! ডা. হাবিব ইমতিয়াজ আহমদ স্যার কে জানালাম উনি কিছু আর বল্লেন না। আবার দেখা করার জন্য বল্লেন। আমার এলাকার একজন লোকাল ডাক্তার এর সাথে কথা বললাম তিনি বলেন ডা. হাবিব ইমতিয়াজ আহমদ স্যার যে ঔষধ গুলো দিয়েছেন সব গুলো না খাওয়ার জন্য সেখান থেকে তিনি ৩-৪ টা ঔধষ খেতে বল্লেন।

  1. Tb. Zodef 6mg
  2. Tb. Etorix 120mg Tablet
  3. Cp. Sergel 20 mg

এখন একটু সুস্থ্য (আলহামদুল্লিাহ)।

একজন ভালো বাতের ডাক্তার এর রেফারেন্স দরকার।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *